জনপ্রিয়তম ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

সম্প্রতি, ভারতীয়দের সবচেয়ে পছন্দের সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ১৯৯৫ সালের হিন্দি সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভারতীয় সিনেমার ১০০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রভিত্তিক বলিউডি সিনেমার অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান ‘সানোনা’র করা একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ইরা ডি কস্তাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2013, 07:56 AM
Updated : 9 May 2013, 07:56 AM

বলিউডি অভিনেতা শাহরুখ খান এবং অভিনেত্রী কাজল অভিনীত রোমান্টিক কমেডি এই সিনেমাটি মোট ৪৭ শতাংশ ভোটে দখল করেছে তালিকার শীর্ষ স্থানটি। সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক, টুইটার ছাড়াও ইমেইল এবং মোবাইলের মাধ্যমেও এই ভোট দেওয়া হয়েছে।

প্রয়াত বলিউডি পরিচালক ইয়াশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমা রাজ কাপুরের ‘আওয়ারা’, মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’ এবং রমেশ সিপ্পির ‘শোলে’কে টপকে এই খেতাব অর্জন করেছে।

১৯৯৫ সালের ২৫ জুলাই মুক্তি পাবার পরই ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্লকবাস্টার হিট এই সিনেমার বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে একশ কোটি রূপী। সিনেমাটির ঝুলিতে জমা হয় মোট ১০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।