খ্যাতি একটি অর্থহীন বিষয় : লিওনার্দো

হলিউডি অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও বলেছেন, তার কাছে খ্যাতি কোনো বড় বিষয় নয়; বরং খ্যাতিকে কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করাটাই তার কাছে আসল। খবর মিডডের।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2013, 09:46 AM
Updated : 8 May 2013, 09:46 AM

‘কন্টাক্ট মিউজিক’ জানিয়েছে, লিওনার্দো জাঁকজমকপূর্ণ জীবন পছন্দ করেন না। আর তাই নিজের খ্যাতিকে তিনি কাজে লাগিয়েছেন তার ২০ কোটি ডলারের চ্যারিটিতে। 

লিওনার্দো বলেন, “আমি যে পরিমাণ অর্থ উপার্জন করেছি, তা দিয়ে আমি আমার পছন্দের কাজগুলো করতে পেরেছি; সর্বোপরি আমি সেই মানুষগুলোকে সাহায্য করতে পেরেছি, যাদের সাহায্য প্রয়োজন। আসলে এটাই হল বিত্তবান হবার সবচাইতে ভালো দিক।”

লিওনার্দো আরও বলেন, “জাঁকজমকপূর্ণ জীবনযাপন এবং শোবিজ থেকে দূরে থাকার কারণে তিনি একটি নৈতিক জীবনযাপন করতে পারেন।”

তিনি আরও বলেন, “এই শোবিজে কিছুদিন সময় কাটানোর পরই আপনি বুঝতে পারবেন খ্যাতি আসলে অর্থহীন একটি বিষয়। আমার জন্য বাস্তবজীবনের সঙ্গে মিশে থাকা জরুরি, একজন অভিনেতা হিসেবে এটা আমাকে সাহায্য করে। আমার নিজের কেনা কোনো জাহাজ নেই, কোনো প্রাইভেট জেটও নেই, এমন কিছুই নেই, যার দেখভাল করার জন্য আমার লোক লাগবে। আমি শুধুমাত্র মানুষের জন্য কিছু করতে চাই।”