সার্কের শুভেচ্ছা দূত হলেন রুনা লায়লা

খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লা সার্কের এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2013, 02:40 AM
Updated : 23 April 2013, 08:06 AM

মঙ্গলবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তার কার্যালয়ে শিল্পীর হাতে সার্কের পক্ষ থেকে শুভেচ্ছা দূত মনোনয়নের চিঠি তুলে দেন।

রুনা লায়লাই সর্বপ্রথম বাংলাদেশী যিনি সার্কের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হলেন।

গত জানুয়ারিতে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে এক সভায় বাংলাদেশের রুনা লায়লা, ভারতের অজয় দেবগন ও পাকিস্তানের শারমিন ওবায়েদ-চিনয়কে এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত করা হয়।

এইচআইভি/এইডস বিষয়ক সাকের্র শুভেচ্ছা দূত কর্মসূচির সূচনা হয় ২০০৮ সালে। তখন ভারতের খ্যাতনামা অভিনেতা শাবানা আজমিকে এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিশ্ব ব্যাংকের হিসেবে দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত যার ৬০ শতাংশই বাস করে ভারতে।