বন্ধ হচ্ছে তারার ৩ টিভি চ্যানেল

ভারতের কলকাতা থেকে সম্প্রচারিত তারা টিভির তারা নিউজ, তারা মিউজিক ও সাউথ এশিয়া টিভি বন্ধ করে দিচ্ছে মালিকপক্ষ।

কলকাতা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2013, 01:10 AM
Updated : 17 April 2013, 03:07 AM
চ্যানেলগুলোর মালিকপক্ষ সারদা গ্রুপ তহবিল যোগাতে আর ইচ্ছুক নয় বলে জানিয়েছেন মহা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায়।

ব্রডকাস্ট ওয়ার্ল্ডওয়াইডের (বিডব্লিউডব্লিউ) কাছ থেকে এই তিনটি চ্যানেল কিনেছিল সারদা গ্রুপ। এগুলোর মধ্যে তারা নিউজ হচ্ছে প্রথম ২৪ ঘণ্টার বাংলা সংবাদ চ্যানেল, যা ভারতের বাংলাভাষী এলাকা ও বাংলাদেশের বিভিন্ন ইস্যুর ওপর গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করা শুরু করে।

তারা মিউজিকে স্থান পান দুই বাংলার খ্যাতনামা শিল্পীরা। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন ইস্যু উঠে আসে টিভি সাউথ এশিয়ায়।

১৪ এপ্রিল বাংলা নববর্ষের সময় তারা নিউজ বন্ধের ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেন সংবাদ পাঠক।

চ্যানেলটির কর্মীরা কলকাতার সল্টলেকে টিভির স্টুডিও ও অফিস তালাবদ্ধ করে সম্প্রচার বন্ধ করতে অস্বীকৃতি জানান। তারা মালিকপক্ষের কাছ থেকে আসা হঠাৎ চ্যানেল বন্ধের ব্যাখ্যা জানতে চান।

তারা টিভির সঙ্গে জড়িত বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী চ্যানেলটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

১৪ এপ্রিল তারা মিউজিকের বিদায়ী অনুষ্ঠানে বিনা সম্মানীতেই উপস্থিত হন অনেক খ্যাতনামা শিল্পী।

মহাব্যবস্থাপক ইন্দ্রজিত রায় কর্মীদের জানান, কর্তৃপক্ষ তাকে কেবল বন্ধে নোটিশ দিতে বলেছে, বন্ধের কোনো কারণ জানায়নি।

সারদা গ্রুপ সম্প্রতি তাদের দুটি ইংরেজি পত্রিকা, কলকাতা থেকে প্রকাশিত বেঙ্গল পোস্ট ও গুয়াহাটি থেকে প্রকাশিত সেভেন সিস্টার পোস্ট বন্ধ করে দেয়।

এই পত্রিকা দুটো এবং তারা গ্রুপের টিভি চ্যানেলের কর্মীরা গত কয়েক মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না।

টিভি চ্যানেলগুলো বন্ধের বিষয়ে সারদার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুদীপ্ত সেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৃণমূল কংগ্রেসের এমপি কুনাল ঘোষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।