ধারাবাহিক ‘ইউনিভার্সিটি’

রেদওয়ান রনির পরিকল্পনায় ধারাবাহিক ‘ইশকুল’ ও ‘কলেজ’ এর পর এবারে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’। ইকবাল হোসাইন চৌধুরীর রচনা ও চিত্রনাট্য থেকে ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন আতিক জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, মেহজাবীন, টয়া, শম্পা রেজা, শহীদুল আলম সাচ্চু, শামসুল আলম বকুল, অ্যালেন শুভ্র, রাহা প্রমুখ।

রাশেদ শাওন বিনোদন ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2013, 10:30 AM
Updated : 24 Feb 2013, 10:30 AM
আতিক জামান এ সম্পর্কে বলেন, ‘২৫ ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘ইউনিভার্সিটি’র। এটি আমার আগের দু’টি ধারাবাহিক ‘ইশকুল’ ও ‘কলেজ’-এর সিকুয়াল বলা যেতে পারে।’

আতিক আরো বলেন, ‘ইউনিভার্সিটি পড়–য়া বিচিত্র সব চরিত্র মিলে বন্ধুবান্ধবদের একটা দল। ওই দলে আছে লরা। যেমন সুন্দরী তেমনি দুরন্ত। কুংফু-কারাতে এক্সপার্ট। পাড়ার কত বখাটে ছেলে যে তাকে প্রেম নিবেদন করতে এসে হাত-পা ভেঙেছে তার ইয়ত্তা নেই। আরও আছে পিংকি। লেখাপড়া ছাড়া আর কিছু বোঝে না সে। আছে শুভ। বাবা-মায়ের বাধ্য সন্তান। শুভ পড়ে ভার্সিটিতে কিন্তু তার মা-বাবা মনে করে সে এখনও স্কুলে পড়ে। বাবা মায়ের প্রত্যাশার চাপে শুভর জীবন চিড়ে চ্যাপ্টা। আরেকজনের নাম বাবলু। খাওয়া-দাওয়া ছাড়া আর কিছু বোঝে না সে। শহরের সব নামকরা বাবুর্চির সঙ্গে তার খাতির। মফিজ এক অদম্য মেধাবী। একদম অজ পাড়া গাঁ থেকে উঠে আসা মফিজের নিত্য সঙ্গী অভাব আর ইট-কাঠের শহরে নিজের মাথা গুঁজে নেবার লড়াই। সারাক্ষণ ঝামেলা বাধানোর চেষ্টায় থাকে রনন। আছেন সিনেমা পাগল এক স্যার আর অতি রূপবতী এক ম্যাডাম যাকে প্রায়ই ছাত্রী বলে ভুল করে সবাই। মজার ও অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটক।’

প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।