নাটক ‘প্রপস’

এটিএন বাংলায় ১৫ ফেব্রুয়ারি, রাত ৮টায় প্রচার করা হবে লাক্স এ সপ্তাহের নাটক ‘প্রপস্’। আশরাফ আলভীর কাহিনীতে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাশেদ রাহা। অভিনয় করেছেন অপূর্ব মজুমদার, সুমাইয়া সিমু. আরফান নিশো, সীমানা, অহনা ও শাহরিয়াজ।

রাশেদ শাওন বিনোদন ডেস্ক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2013, 08:19 PM
Updated : 15 Feb 2013, 08:19 PM

নাটকের কাহিনী নিয়ে পরিচালক গ্লিটজকে জানিয়েছেন, ‘প্রপস এর মানে আমরা সবাই বুঝি। প্রপস ব্যবহার হয় বিভিন্ন নির্দিষ্ট কাজে। আমরা নিজেদের মধ্যে যে সম্পর্ক তৈরি করি তাও এক প্রকারের প্রপস। যৌক্তিকভাবে কোনটা দৃশ্যমান আবার কোনটা অদৃশ্যমান। নাটকের গল্পানুযায়ী অনন্যা (সুমাইয়া শিমু) যেমন প্রাচুর্যের জন্য বিয়ে করেছে ইফতেখার চৌধুরীকে (অপূর্ব মজুমমদার) যিনি প্যারালাইসিসের রোগী। কিন্তু অনন্যা ভালবাসতো নোমানকে (শাহরিয়াজ)। আবার নোমানের অবর্তমানে শিশিরকে (নিশো) পেতে চেয়েছিল। অন্যদিকে শিশির ভালবাসতো প্রান্তিকে কিন্তু প্রান্তি টাকার জন্য শিশিরের সাথে অভিনয় করে। বৃষ্টি (অহনা) ও নোমানের বিয়ে হলেও নোমান এখনো ভালবাসে অনন্যাকে। এইভাবে দেখা গেছে সবাই তাদের নিজেদের স্বার্থে একে অন্যকে প্রপস হিসাবে ব্যবহার করেছে।’