‘ত তে তুই রাজাকার’

শাহবাগ আন্দোলন নিয়ে ‘ত তে তুই রাজাকার’ শিরোনামের একটি শর্ট ফিল্ম নির্মাণ করছেন রেদওয়ান রনি। এখন শাহবাগের বিভিন্ন চিত্র ধারণ করছেন তিনি। ১২-১৩ ফেব্রুয়ারি করবেন এর ফিকশনের কাজ। প্রযোজনা প্রতিষ্ঠান ‘পপকর্ন এন্টারটেইনমেন্ট’ এর ব্যানারে নির্মিত হচ্ছে এটি। দেশের যে কোনো টেলিভিশন চ্যানেল অনুমতি সাপেক্ষে এটি বিনামূল্যে প্রচার করতে পারবে বলে জানান পরিচালক।

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক , বিডিনিউজটোয়েন্টিফোরডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2013, 05:59 AM
Updated : 11 Feb 2013, 05:59 AM

পরিচালক রেদওয়ান রনি গ্লিটজকে বলেন, ‘ত তে তুই রাজাকারে ইংরেজি সাবটাইটেল থাকবে। যেন আন্তর্জাতিক গণমাধ্যম শাহবাগ আন্দোলনের সঠিক তথ্য, সঠিক অনুভূতি, সঠিক লক্ষ্য বুঝতে পারে। এই শর্টফিল্মে শাহবাগ মোড় কিভাবে শাহবাগ স্কয়ার বা প্রজন্ম চত্বর হয়ে ওঠে তার গল্প থাকবে, থাকবে যুদ্ধাপরাধীদের জন্য তীব্র ঘৃণার স্লোগান  ‘তুই রাজাকার’ এর তরুণ কণ্ঠের স্বতস্ফূর্ত বহিঃপ্রকাশ, থাকবে সাধারণ মানুষের প্রতিবাদী হয়ে ওঠার গল্প।’

আমি প্রতিদিন শাহবাগে যাই, শাহবাগ আন্দোলনের অনুভুতি সেখানে না গেলে, প্রতিবাদী মানুষের সেই কন্ঠ না শুনলে, চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। যারা শাহবাগ যান নি, যেতে চান নি অথবা যেতে পারেননি তাদের জন্য এই শর্ট ফিল্মটি তৈরি করছি। প্রতিদিনই দৃশ্যধারণ চলছে, খুব শিগগিরি এটি গণমাধ্যমে প্রকাশ করা হবে।’