মেয়েকে হারিয়ে গ্রামি জিতলেন রবিশঙ্কর

মেয়ে আনুশকাকে হারিয়ে গ্রামি জিতেছেন বিখ্যাত সেতারবাদক রবিশঙ্কর। গ্র্যামির ৫৫ তম আসরে আজীবন সম্মাননা পুরস্কারও দেয়া হয়েছে প্রয়াত এই সেতারের জাদুকরকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2013, 00:23 AM
Updated : 11 Feb 2013, 00:23 AM

রোববার লস অ্যাঞ্জেলেসের উইলশায়ার ইবেল থিয়েটারে বাবার পুরস্কার দুটি গ্রহণ করেন মেয়ে সেতারবাদক আনুশকা শংকর আর সঙ্গীতশিল্পী ও নোরা জোনস।

‘দ্য লিভিং রুম সেশন’ এর জন্য সেরা ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের পুরস্কারটি পান ভারতীয় ধ্রপদী সংগীতের ‘পণ্ডিত’। এ বিভাগে ‘ট্রাভেলার’ অ্যালবামের জন্য মনোনীত হয়েছিলেন আনুশকাও।

আনুশকা শঙ্কর বহু কনসার্টে সেতার হাতে বাবাকে সঙ্গ দিয়েছে।  

আর আরেক মেয়ে নোরা জোনস জ্যাজ ও পপ সংগীতের পাশাপাশি পাশ্চাত্য লোক সংগীতের সুর দেন। ২০০৩ ও ২০০৫ সালে ১০টি গ্র্যামি জিতে নেন নোরা।

শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় ভুগে ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি হাসপাতালে মারা যান এই সংগীতগুরু রবিশঙ্কর।

এর আগে তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেন তিনি।