স্পেনে পুরস্কৃত ‘মুসলিম ঠাকুর’ সিনেমার  চিত্রনাট্য

সম্প্রতি স্পেনের বিজনেস ইনটাইটিভ ডাইরেকশন প্রতিষ্ঠান বাংলাদেশে নির্মিতব্য আগুন আহমেদের মুসলিম ঠাকুর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মপাড়াকে ‘ডাব্লিউকিউসি ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০১২’ পুরস্কারে মনোনীত করেছে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্যের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

তোফাজ্জল লিটনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2013, 06:44 AM
Updated : 10 Feb 2013, 06:44 AM

সিনেমার  প্রযোজক ক্যাপ্টেন বায়েজিদ বলেন, সিনেমার বিষয়বস্তু মানুষ। সে হিন্দু না মুসলিম এটা মূল বিষয় নয়, সবচেয়ে বড় কথা তার মনুষ্যত্ব আছে। এর মাধ্যমে আমি মানুষের মনুষ্যত্বকে ফুটিয়ে তুলতে চেয়েছি। আমার সেই চাওয়াটাকে আরেক ধাপ এগিয়ে দিল স্পেনের এই সংস্থাটি।’ 

পরিচালক আগুন আহমেদ বলেন, এটা আমার প্রথম সিনেমা। গল্পে ভিন্নতা আনার চেষ্টা করেছি। এই পুরস্কার আমাকে অনুপ্রানিত করেছে।

ইতো মধ্যে সুদীপ কুমার দীপের কথায় সিনেমার সবগুলো গানের সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, বারী সিদ্দিকী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী ও কণা। মার্চেও দ্বিতীয় সপ্তাহ থেকে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।