ঢাকা আসছেন ওস্তাদ জাকির হুসেইন

বিশ্বখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেইন ঢাকায় আসছেন ৬ ফেব্রুয়ারি। ব্লুজ কমিউনিকেশন্স এবং বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিডেটের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজাবেন তিনি।

বিনোদন ডেস্ক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2013, 08:36 PM
Updated : 27 Jan 2013, 08:36 PM

আয়োজক প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবারই প্রথম ঢাকার মঞ্চে উচ্চাঙ্গসঙ্গীত নয়, বরং ফিউশন-সঙ্গীত পরিবেশন করবেন জাকির হুসেইন। তার সঙ্গে ঢাকায় আসছেন ১৪ বার গ্র্যামি জয়ী আর ৩০ বার মনোনয়ন ব্যানজো পাওয়া বাদক বেলা ফ্লেক এবং আরেক গ্যামি জয়ী ডাবল বেইজ বাদক এডগার মেয়ার।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বেঙ্গল-আইটিসি উচ্চাঙ্গসঙ্গীত নিয়ে নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিশ্বখ্যাত তিন শিল্পীকে নিয়ে ফেব্রুয়ারির ৬ তারিখের এই সঙ্গীতায়োজন হতে যাচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীতের এই মিলন দর্শক-শ্রোতা দর্শনীর বিনিময়ে উপভোগ করতে পারবেন। টিকেট পাওয়া যাচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারি, গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জ ও বনানীর হরীতকী ক্যাফেতে । বিস্তারিত জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন: www.facebook.com/bluescomm  অথবা ০১৬১৬১১১৮৮৮ নম্বরে।