প্রথমবারের মতন আফজালের বিপরীতে নায়িকা হলেন পূর্নিমা

আনিসুল হকের রচনা আর আফজাল হোসেনের পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম 'ভাঙা আয়নায় মুখ'। টেলিফিল্মটির নায়ক আফজাল হোসেন নিজেই আর তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। টেলিফিল্মে পূর্ণিমাকে দেখা যাবে একজন উঠতি গায়িকার চরিত্রে যে তার ক্যারিয়ার ও আশপাশের নানান বিষয় নিয়ে জটিলতায় হাবুডুবু খায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2007, 09:45 AM
Updated : 31 July 2007, 09:45 AM
জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আনিসুল হকের রচনা আর আফজাল হোসেনের পরিচালনায় নির্মিত হয়েছে টেলিফিল্ম 'ভাঙা আয়নায় মুখ'। টেলিফিল্মটির নায়ক আফজাল হোসেন নিজেই আর তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।
টেলিফিল্মে পূর্ণিমাকে দেখা যাবে একজন উঠতি গায়িকার চরিত্রে যে তার ক্যারিয়ার ও আশপাশের নানান বিষয় নিয়ে জটিলতায় হাবুডুবু খায়।
টেলিফিল্মটিরগল্প প্রসঙ্গেএর নির্মাতা জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন জানান, "দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে। আর চরিত্রের প্রয়োজনেই পূর্ণিমাকে নেয়া হয়েছে। আনিসুল হকের লেখা চমৎকার কাহিনী নিয়ে বাইরের লোকেশনে খুব যত