ঈদে মুক্তি পাচ্ছে আটটি ছবি

প্রতিবছর শুধু ঈদ-উল-ফিতরে ছবি মুক্তি দেওয়া নিয়ে তীব্র প্রতিযোগিতা চললেও এবার ঈদ উল আযহাতেও মুক্তির মিছিলে ছিল এক ডজনেরও বেশি ছবি। তবে শেষ পর্যন্ত আটটি ছবি মুক্তি পাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2007, 04:05 AM
Updated : 18 Dec 2007, 04:05 AM
ডিসেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোর) -- প্রতিবছর শুধু ঈদ-উল-ফিতরে ছবি মুক্তি দেওয়া নিয়ে তীব্র প্রতিযোগিতা চললেও এবার ঈদ উল আযহাতেও মুক্তির মিছিলে ছিল এক ডজনেরও বেশি ছবি। তবে শেষ পর্যন্ত আটটি ছবি মুক্তি পাচ্ছে।
প্রযোজক সমিতি সূত্রে জানা যায়, এবারের ঈদে অশ্লীল ছবির নির্মাতারা ছবি মুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। চলচ্চিত্র সেন্সর কর্তৃপক্ষও জানিয়েছে, এবারের ঈদে কোনো অশ্লীল ছবি মুক্তি পাচ্ছে না।
ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো মাল্টিমিডিয়া প্রোডকশন প্রযোজিত মোহাম্মদ হান্নানের 'টিপটিপ বৃষ্টি', ডমিনো চলচ্চিত্র প্রযোজিত মোঃ জয়নাল আবেদীনের 'শত্র" শত্র" খেলা', শাহীন সুমনের 'এক বুক জ্বালা', ইস্পাহানি আরিফ জাহান প্রযোজিত শাফি ইকবালের 'মেশিনম্যান', মোঃ নাজিম উদ্দিন প্রযোজিত মোস্তাফিজুর রহমান বাবুর 'জীবনের চেয়ে দামী', আবুল কালাম আজাদের 'বিয়াইন সাব', শাহদাৎ হোসেন লিটনের 'কাবিননামা' ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত কাজী মোর্শেদ-এর 'ঘানি'।
এসব অভিনয় করেছেন মান্না, মৌসুমী, রিয়াজ, শাবনূর, ফেরদৌস, পূর্ণিমা, শাকিব খান, অপু বিশ্বাস সহ অনেক তারকা।
এবারের ঈদে সর্বাধিক চারটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। ঈদের মুক্তিপ্রাপ্ত ছবি সম্পর্কে চিত্রনায়িকা মৌসুমী বলেন, "আমাদের চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে। অশ্লীল ছবির হাত থেকে বাঁচার জন্য যে আন্দোলন আমরা করেছি তার সুফল মিলছে। আমার একধিক ছবি মুক্তি পাচ্ছে এবার। আশা করছি সবক'টি ছবিই ব্যবসা সফল হবে।"
'টিপটিপ বৃষ্টি' চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ হান্নান ঈদে মুক্তি প্রাপ্ত ছবি সম্পর্কে বলেন, "এবার সুস্থ ছবি মুক্তির প্রতিযোগিতা হয়েছে। যেটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অনেক ভালো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৫৫৮ ঘ