ছুটিতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2015, 11:03 AM
Updated : 17 July 2015, 11:03 AM

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ভারতের সঙ্গে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে। তবে, দুই দেশের যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

বন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার থেকে মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত ছুটি ঘোষণার সিদ্ধান্তটি বন্দর সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

২২ জুলাই বুধবার থেকে যথারীতি বন্দরের কাজ শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি রফিকুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।