ব্র্যাক ব্যাংকের ১৪ বছর

ব্যাংকিং সেবার চতুর্দশ বছর পূর্ণ করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 05:21 PM
Updated : 12 July 2015, 05:21 PM

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (এসএমই) অন্তর্ভুক্তিমূলক আর্থিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্য  নিয়ে ২০০১ সালে ব্র্যাক ব্যাংকের সূচনা করেন ফজলে হাসান আবেদ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ব্র্যাক ব্যাংকই দেশের একমাত্র ব্যাংক যেটি সমাজে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা এসএমই উদ্যোক্তাদের এই সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই অভিযাত্রায় ব্র্যাক ব্যাংক দেশের এসএমই খাতে ঋণ বিতরণের স্বপ্ন পূরণের সক্ষম হয়েছে।”

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের পাঁচ লাখ এসএমই উদ্যোক্তার মধ্যে ২৮,০০০ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে। এসব ঋণের ৯০ শতাংশেরও বেশি দেওয়া হয়েছে কোনো রকম জামানত ছাড়াই। এর ফলে দেশের মোট জামানতবিহীন এসএমই ঋণের ৪০ শতাংশই দিয়েছে এই ব্যাংক।

বর্তমানে ব্র্যাক ব্যাংক পরিবারে ১৭ লাখেরও বেশি এন্টারপ্রাইজিং গ্রাহক, ১৬৬টি শাখা, ৩৫০টির অধিক এটিএম বুথ এবং ৪৫৮টি এসএমই ইউনিট অফিস রয়েছে। সেই সঙ্গে এই ব্যাংকের আছে আরো ৫টি সাবসিডিয়ারি বা সহযাগী প্রতিষ্ঠান।