‘বাস্তবতা’র কারণে কমছে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে কম ধরা হচ্ছে।

আবদুর রহিম হারমাছিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2015, 03:04 PM
Updated : 5 July 2015, 03:04 PM

রপ্তানি না কমলেও ইউরো ও রুবলের দরপতনের কারণে আয়ের লক্ষ্যমাত্রা কম ধরতে হচ্ছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাষীষ বসু জানিয়েছেন।

সদ্য সমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে এই আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৩৩০ কোটি (৩৩ দশমিক ২০ বিলিয়ন) ডলার।

 

নতুন অর্থবছরে (২০১৫-১৬) তা থেকে ৭০ কোটি ডলার কমিয়ে ৩ হাজার ২৫০ কোটি (৩২ দশমিক ৫০ বিলিয়ন) ডলার ধরা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হবে বলে ইপিবি প্রধান শুভাশীষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এবার লক্ষ্যমাত্রা কম ধরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “পরিমাণে বেশি পণ্য রপ্তানি করেও আয় কম আসছে। পণ্যের দাম কমে যাওয়ার কারণেই এটা হচ্ছে। বিশেষ করে ইউরো এবং রুবলের দরপতনের কারণেও আমাদের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ছে।”

সে কারণেই সামগ্রিকভাবে বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ‘বাস্তবতার’ নিরিখে নতুন অর্থবছরে আগের বছরের চেয়ে লক্ষ্যমাত্রা কম ধরা হচ্ছে বলে জানান তিনি।