বাজেটের জন্য মুহিতকে জিপিএ-৫ দিলেন ইনু

নতুন বছরের বাজেট বিশ্লেষণ করে ‘জিপিএ-৫’ দিয়ে অর্থমন্ত্রীর কাজকে মূল্যায়ন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2015, 04:59 PM
Updated : 5 June 2015, 04:59 PM

শুক্রবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এই ম্যূলায়ন তুলে ধরেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “অর্থমন্ত্রীর বাজেট গোল্ডেন এ প্লাস পায়নি, কিন্তু জিপি-৫ পেয়েছে।”

এটাকে ‘নারী, শিশু, গ্রাম, কৃষি ও বিনিয়োগবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে ইনু বলেন, “বাজেটে ঘাটতি থাকতে পারে। কিন্তু গণতন্ত্রে কোনো ঘাটতি নেই।

“তবে সন্ত্রাস, জঙ্গিবাদ রয়েছে। এরা মাঝেমধ্যে অস্থির করে তুলে। জঙ্গিবাদ মোকাবেলায় রাজনৈতিক যে ঘাটতি আছে তা দূর করতে হবে।”