বন্ডের সুদ করমুক্ত হচ্ছে

প্রবাসীদের প্রণোদনা দিতে ইউএস ডলার বন্ড, ইউএস ইনভেস্টমেন্ট বন্ডসহ সব ধরনের বন্ডের অর্জিত সুদ আয়কে কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 02:14 PM
Updated : 4 June 2015, 02:14 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট উত্থাপন করেছেন তাতে তিনি এ প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, “ওয়েজ আর্নার্সগণ দেশের সমৃদ্ধির চাকা সচল রাখতে ক্রমাগত অবদান রাখছেন। তাদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান এবং বৈধ চ্যানেলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনয়নকে উৎসাহিত করতে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড এবং পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ডের অর্জিত সুদ আয়কে কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।”

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে এ সব বন্ডের মুনাফা থেকে ৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার বিধান রয়েছে।