বিদ্যুৎ-জ্বালানিতে বরাদ্দ দ্বিগুণ

নতুন অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ চলতি বরাদ্দের দ্বিগুণ করে প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 01:48 PM
Updated : 4 June 2015, 01:48 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।

এতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১৮ হাজার ৫৪০ কোটি টাকা; যা মোট বাজেটের প্রায় ৬ দশমিক ২৮ শতাংশ।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৯ হাজার ৩৩৯ কোটি টাকা; যা মোট বাজেটের প্রায় ৩ দশমিক ৯০ শতাংশ।

গ্যাস-বিদ্যুতের অভাবে বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা রয়েছে তা কাটানোরও প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, “আমার বিশ্বাস পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও সরবরাহে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সমস্যা আর থাকছে না।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও বাজেটে তুলে ধরেন অর্থমন্ত্রী।