বড় আকারের ফ্ল্যাটের ভ্যাট বাড়বে

ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের মূল্য সংযোজন করের (ভ্যাট) হার কমলেও বড় আকারের ফ্ল্যাটের ক্ষেত্রে বাড়ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 01:14 PM
Updated : 4 June 2015, 05:48 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন।

ফ্ল্যাটের উপর অভিন্ন ৩ শতাংশ ভ্যাট মূসক বিদ্যমান। এক হাজার ১০০ থেকে এক হাজার ৬০০ বর্গফুট পর্যন্ত এই হার কমানোর এবং এর চেয়ে বড় আয়তনের ক্ষেত্রে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “ভবন নির্মাণ খাতের বিদ্যমান ৩ শতাংশ মূসকের হার পরিবর্তনপূর্বক এক হাজার ১০০ বর্গফুট পর্যন্ত এই হার এক দশমিক ৫ শতাংশ, এক হাজার ১০১ বর্গফুট থেকে এক হাজার ৬০০ বর্গফুট পর্যন্ত দুই দশমিক ৫ শতাংশ এবং এক হাজার ৬০০ বর্গফুটের বেশি আয়তনের ক্ষেত্রে চার দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।”