বাজেট বই এখন থেকে সবুজ

জাতীয় পতাকার রঙের সঙ্গে মিলিয়ে এখন থেকে বাংলাদেশের বাজেট বক্তৃতার বইয়ের রং হবে সবুজ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 12:36 PM
Updated : 4 June 2015, 12:44 PM

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সাড়ে ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। আসরের নামাজের বিরতির পর মুহিত বলেন, তিনি শুরুতেই কিছু তথ্য দিতে চেয়েছিলেন। কিন্তু তা ভুলে গিয়েছিলেন।

“আমিই প্রথম সপ্তমবারের মতো ধারাবাহিকভাবে বাজেট দিচ্ছি। এটা সম্ভব হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থার জন্য।”

অর্থমন্ত্রী হিসাবে তাজউদ্দীন আহমদের বাংলাদেশের প্রথম বাজেট দেওয়ার কথা উল্লেখ করে মুহিত তখনকার সাদা রঙের বাজেট বক্তৃতার বই দেখান।

এরপর লাল রঙের একটি বাজেট বক্তৃতার বই দেখি মুহিত বলেন, “এটা ছিল দ্বিতীয় বাজেট।”

জিয়াউর রহমানের সামরিক শাসনের সময়ে প্রচার মাধ্যমে বক্তৃতা দিয়ে বাজেট পেশের কথা মনে করিয়ে দেন তিনি। সেইসঙ্গে তিনি ১৯৭৯ ও ১৯৮০ সালে সংসদে বাজেট উপস্থাপনের কথাও তুলে ধরেন।

এরপর সাদা মলাটের দুটি বাজেট বক্তৃতার বই দেখান মুহিত বলেন, যা তিনি এইচ এম এরশাদ সামরিক শাসনামলেও দিয়েছিলেন।  

তারপর সবুজ মলাটের এবারের প্রস্তাবিত বাজেট বক্তৃতার বই দেখিয়ে মুহিত বলেন, “ভবিষ্যতে বাজেটের রং হবে সবুজ।”

এজন্য অর্থ সচিব মাহবুব আহমেদকে সব কৃতিত্ব দিয়ে মুহিত বলেন, “বর্তমান অর্থ সচিব অনেক খুঁজে খুঁজে বের করলেন, ব্রিটিশ সরকারসহ অনেক জায়গায় একই রঙের বাজেট দেয়।”