১১ মাসে রেমিটেন্স বেড়েছে ৭.২১ শতাংশ

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। সদ্য শেষ হওয়া মে মাসে রেমিটেন্স এসেছে ১৩২ কোটি ডলার, যা এপ্রিলের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2015, 02:04 PM
Updated : 2 June 2015, 02:04 PM

গত বছরের মে মাসের চেয়ে রেমিটেন্সের এই পরিমাণ সাড়ে ৮ শতাংশ বেশি।

সবমিলিয়ে চলতি ২০১৪-১৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) এক হাজার ৩৮৭ কোটি ৪৭ লাখ (১৩ দশমিক ৮৭ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ২১ শতাংশ বেশি।

রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।

গত ২৯ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারের ‘ঘর’ অতিক্রম করে।

মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের ১০১ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়।

গত এক মাসে তা বেড়ে ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে জানান ছাইদুর রহমান।

মঙ্গলবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

ছাইদুর রহমানের আশা, খুব শিগগিরই রিজার্ভ ফের ২৪ বিলিয়ন ডলার অতিক্রম করবে।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বিভিন্ন দেশ থেকে পাঠানো প্রবাসীদের রেমিটেন্স সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসে মাসে (জুলাই-মে) মোট এক হাজার ৩৮৭ কোটি ৪৭ লাখ ডলারের রেমিটেন্স এসেছে।

২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৯৪ কোটি ১৬ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত এপ্রিল মাসে প্রবাসীরা ১২৯ কোটি ৭৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

মার্চ মাসে পাঠিয়েছিলেন ১৩৩ কোটি ৮৩ লাখ ডলার।

গত বছরের মে মাসে এসেছিল ১২১ কোটি ৫৮ লাখ ডলার।

একক মাস হিসাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছিল চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে; ১৪৯ কোটি ২৫ লাখ ডলার।

অর্থবছর শেষে রেমিটেন্সের পরিমাণ ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছুবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা ছাইদুর রহমান।

২০১৩-১৪ অর্থবছরে ১৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাঠিছিলেন প্রবাসীরা। যা ছিল তার আগের বছরের চেয়ে ১ দশমিক ৬১ শতাংশ কম।

এর আগের অর্থবছরে ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।