উন্নয়নে ভারত-পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ: গভর্নর

উন্নয়নের বিচারে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2015, 02:15 PM
Updated : 16 May 2015, 03:53 PM

শনিবার সিলেটে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও এসএমই ব্যাংকিং নিয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে গভর্নর বলেন, “বাংলাদেশের অর্থ কম। কিন্তু ‘ইনক্লুসিভ গ্রোথে’ ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ।

“অর্থ থাকলেই উন্নয়ন হয় না। উন্নয়নের জন্যে উদ্যোগ ও পরিকল্পনা থাকতে হয়। আমাদের সেটি রয়েছে।”

নারী উদ্যোক্তদের প্রতিষ্ঠিত করতে সরকারের ঋণ দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে আতিউর বলেন, “২০১৫ সালে এপ্রিল পর্যন্ত দেশের ১১ হাজার ৬০০ নারী উদ্যোক্তাকে এক হাজার ৪২ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে।”

বিভিন্ন ব্যাংক থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গভর্নর বলেন, “অনেক বড় বড় পুরুষ শিল্পপতি ঋণখেলাপি হন। কিন্তু নারী উদ্যোক্তারা সাধারণত ঋণখেলাপি না।

“তারা ঋণ নিয়ে সেটাকে সঠিক কাজে লাগান এবং সময়মতো তা ফেরত দেন।”

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মায়াদনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ ও নারী উদ্যোক্ত তানিয়া আহমেদ।