ভোটের দিন ঢাকা ও চট্টগ্রামে ব্যাংক বন্ধ

ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৮ এপ্রিল রাজধানী ও বন্দরনগরীর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখা বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 04:02 PM
Updated : 26 April 2015, 04:02 PM

রোববার বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, “ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার জন্য নির্বাচনী এলাকার সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল শাখা ২৮ এপ্রিল বন্ধ থাকবে।”

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থার সাধারণ ছুটি ঘোষলণা করা হয়।

ভোটের আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম ও অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যের গাড়ি ছাড়া সব ধরনের মোটর যান চলাচলও বন্ধ রাখতে বলেছে ইসি।