স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৫৫ কোটি টাকা দিচ্ছে জার্মানি

বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে এক কোটি ৮০ লাখ ইউরো অনুদান দেবে জার্মানির রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থা কেএফডব্লিউ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 12:40 PM
Updated : 16 April 2015, 12:40 PM

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫৫ কোটি টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলমান ‘স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়নে এ অর্থ ব্যয় হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কেএফডব্লিউর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এবং কেএফডাব্লিউর পক্ষে সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ক্লডিয়া আরসে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের পর অতিরিক্ত সচিব ফয়েজউল্লাহ বলেন, “স্বাস্থ্য খাতের উন্নয়নে চলমান এ কর্মসূচি দেশের ইতিহাসে সবচয়ে বড়। ২০১১ সালে থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী বছর শেষ হওয়ার কথা রয়েছে।”

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মলেন কক্ষে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জার্মানির উপ রাষ্ট্রদূত ফার্ডিনান্ড ফন ভেইয়া উপস্থিত ছিলেন।