বিশ্ব ব্যাংক-আইএমএফের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুহিত

বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2015, 06:05 PM
Updated : 11 April 2015, 06:15 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

১৭ থেকে ১৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মুহিত।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, অতিরিক্ত সচিব কাজী শফিকুল ইসলাম এবং অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান।

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প পরিচালক মোহাম্মদ তারেক ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ইকনোমিক মিনিস্টার সাহাবউদ্দিন পাটোয়ারি ওয়াশিংটন থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন।

প্রতিনিধিদলে চার জন সাংবাদিকও রয়েছেন।

প্রতিবছরই এপ্রিল মাসে বিশ্বব্যাংক ও আইএমএফের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরসহ সরকারের শীর্ষ নীতিনির্ধারকরা অংশ নেবেন।

বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ১৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিং (বসন্তকালীন বৈঠক) অনুষ্ঠিত হবে।

সভায় বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ছাড়াও উচ্চ পর‌্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

আর্থিক খাতের মোড়ল-এ দুই সংস্থার বৈঠকে যোগ দেওয়ার আগে অর্থমন্ত্রী নিউ ইয়র্কে ১৪ থেকে ১৫ এপ্রিল জাতিসংঘ আয়োজিত ‘গ্লোবাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ( পিপিপি) ইন ইনেসিয়েটিভস ইন পোস্ট ২০১৫: ফাইন্যান্সিং ডেভেলপমেন্ট প্রজেক্টস’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।