বাজেট সামনে রেখে এপ্রিলজুড়ে আলোচনা

বরাবরের মতো এবারও আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে খাতভিত্তিক উদ্যোক্তাদের সঙ্গে বুধবার আলোচনায় বসছে এনবিআর।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 03:19 PM
Updated : 31 March 2015, 03:19 PM

আগামী ২০১৫-১৬ অর্থবছরের শুল্ক ও কর সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে পুরো এপ্রিল মাসে ১৪টি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে জাতীয় রাজস্ব বোর্ড।

রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সভাগুলোতে সভাপতিত্ব করবেন।

প্রথম সভাটি সেবা খাতের প্রতিনিধিদের সঙ্গে বুধবার সকাল ১০টায় শুরু হবে। এতে হোটেল-রেস্তোরাঁ, গেস্টহাউজ, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্মাণ ও অন্যান্য শিল্প এবং ব্যবসা খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা হবে।

সিলেট চেম্বারের  প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ৫ এপ্রিল। ৭ এপ্রিল সকালে বাংলাদেশ চেম্বার, ঢাকা চেম্বার এবং মেট্টোপলিটন চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।

একই দিন বিকেলে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং উমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।

৮ এপ্রিল হবে রপ্তানি খাতের প্রতিনিধিদের (বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ অন্যান্য সংগঠন) সঙ্গে বৈঠক।

আর্থিক খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা হবে ৯ এপ্রিল।

সিঅ্যান্ডএফ, শিপিং ফ্রেইট ফরওয়ার্ডিং, ট্যাক্স লইয়ার্স, আইসএমএবি, আইসিএবি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ১২ এপ্রিল।

১৫ এপ্রিল হবে বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে।

কৃষি ও রাসায়নিক খাতের প্রতিনিধিদের সঙ্গে হবে ১৬ এপ্রিল সকালে। বিকেলে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে।

ইকনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে সভা হবে ১৯ এপ্রিল।

২৬ এপ্রিল হবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের (চট্টগ্রাম) প্রতিনিধিদের সঙ্গে।

৩০ এপ্রিল খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এ আলোচনা।

২০০৮-০৯ অর্থবছর থেকে ব্যবসায়ীদের সঙ্গে খাত ভিত্তিক প্রাক-বাজেট আলোচনা শুরু করে এনবিআর।