প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য ইসিকে দেওয়ার নির্দেশ

তিন সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের খেলাপি ঋণ বিষয়ে তথ্য নির্বাচন কমিশনকে সরবরাহ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2015, 01:53 PM
Updated : 23 March 2015, 01:53 PM

রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে গত ফেব্রুয়ারির পর নবায়নকৃত বা পুনঃতফসিলকৃত বা সমন্বয়কৃত ঋণের হালনাগাদ তথ্য ২৯ মার্চের মধ্যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) পাঠাতে বলা হয়েছে।

তবে খেলাপিমুক্ত ঋণ গ্রহীতা যাতে ভুলভাবে খেলাপি হিসেবে চিহ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আইন অনুযায়ী, ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হওয়ায় মনোনয়নপত্র দাখিলকারীদের ঋণের তথ্য যাচাই করে নির্বাচন কমিশন।

আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণের দিন ঠিক করে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, ২৯ মার্চ পর‌্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারিত আছে। ১ ও ২ এপ্রিল এসব মনোনয়নপত্র বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ৯ এপ্রিল।