আশুগঞ্জে নতুন ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন দুটি ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2015, 01:49 PM
Updated : 14 March 2015, 01:49 PM

শনিবার সকালে ইউনিট দুটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ শুরু হয় ২০১৪ সালের শুরুতে।নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়া সকাল থেকে ইউনিট দুটিতে পরীক্ষামুলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

তিনি বলেন, “এই দুই ইউনিট থেকে প্রাথমিকভাবে একশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, যার প্রায় পুরোটা-ই জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।”

নতুন দুই ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার বলেন, সকাল ১০টার দিকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ২১০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্ট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ  জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।