মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সঞ্চিতিতে বিশেষ ছাড়

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে ব্যাংকগুলোর লোকসানের বিপরীতে সঞ্চিতি রাখার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2015, 04:26 PM
Updated : 12 March 2015, 04:26 PM

এখন থেকে ইউনিটের বাজার মূল্য বা নিট সম্পদ মূল্যের যে কোনো একটির চেয়ে গড় মূল্য বা ক্রয়মূল্য ৮৫ শতাংশের বেশি কমে গেলে ব্যাংকগুলোকে সঞ্চিতি রাখতে হবে না।

কিন্তু ক্রয়মূল্য এর চেয়ে কম থাকলে প্রযোজ্য হারে সঞ্চিতি রাখতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এ সুযোগ দেওয়া হয়েছে।

বর্তমানে পুঁজি বাজারে ৪০টি মিউচুয়াল ফান্ড রয়েছে। এসব ফান্ডে চার হাজার ৪৪০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব মিউচুয়াল ফান্ডে ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমান এক হাজার ১২৫ কোটি টাকা।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষতি কমাতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের নীতিমালায় এই ছাড়ের ফলে ব্যাংকগুলোর প্রায় ১০০ কোটি টাকা সঞ্চিতি কম রাখলে চলবে।

এর আগে মিউচুয়াল ফান্ডে লোকসানের ওপর ১০০ ভাগ প্রভিশন রাখতে হতো।

এবিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে ব্যাংকগুলো প্রভিশন রাখার বিষয়ে কিছুটা ছাড় পেল। এটা বাজারকে যে বিশেষ বুস্ট আপ করবে তা না। তবে এই সুবিধা পুরো বছর ধরে অব্যাহত রাখলে আগামী বছর ব্যাংকগুলো ডিভিডেন্ড একটু বেশি দিতে পারবে।”