৫৬ কোটি টাকায় এনএসআই-এর জন্য বহুতল ভবন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার জন্য ৫৬ কোটি টাকা ব্যয়ে নিজস্ব বহুতল ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2015, 02:19 PM
Updated : 11 March 2015, 02:19 PM

সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্মাণ সংস্থা ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ এই ভবন নির্মাণের কাজ পাচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান জানান, সেগুনবাগিচায় ২০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর দিয়ে এনএসআইয়ের জন্য নিজস্ব ১০ তলা ভবন নির্মাণ করা হবে। এই ভবনে থাকবে দুটি বেজমেন্ট।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করে বলে মোস্তাফিজুর রহমান জানান।

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআই, দেশের তৃণমূল পর্যায়েও যাদের কার্যক্রম রয়েছে। সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা এই গোয়েন্দা সংস্থার কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের দশ ট্রাক অস্ত্র কেলেঙ্কারির ঘটনায় গতবছর মৃত্যুদণ্ড দেয় আদালত।  

কেনা হবে আড়াই লাখ টন গম

আন্তর্জাতিক দরপ্রস্তাবের মাধ্যমে দুটি প্যাকেজে মোট ১ লাখ মেট্রিক টন এবং সরকারি পর্যায়ে আরও দেড় লাখ মেট্রিক টন গম কেনার প্রস্তাব মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, দুটি প্যাকেজেই গম সরবরাহের কাজ পেয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক ‘গ্লেনকোর গ্রেইন বিভি’।

একটি প্যাকেজে জন্য প্রতি টনে ২৪৪ দশমিক ৫০ ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গমের দাম পড়বে ৯৬ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা।

অন্য প্যাকেজে প্রতি টনের দাম ২৬১ দশমিক ২৫ ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম কিনতে খরচ হবে ১০৩ কোটি ১৯ লাখ ৩৭ হাজার টাকা।

এছাড়া ইউক্রেইন থেকে সরকারি পর্যায়ে দেড় লাখ মেট্রিক টন গম আমদানিতে মোট খরচ হবে ৩০৯ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।