আমানতে সুদ হার কমালো সরকারি ব্যাংক

স্থায়ী আমানতে সুদ হার দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়েছে সরকার মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 09:06 PM
Updated : 1 March 2015, 09:06 PM

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে স্থায়ী আমানতের বিপরীতে নতুন নির্ধারিত এই সুদ হার রোববার থেকে কার্যকর হয়েছে।

কস্ট অব ফান্ড কমিয়ে আনার জন্যই ব্যাংকগুলো আমানতের সুদ হার কমিয়েছে বলে এক সার্কুলারে এ তথ্য দেওয়া হয়।

চার ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের নতুন নির্ধারিত সুদ হার অনুযায়ী ৩ মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদের আমানতের সুদ হার ৭ দশমিক ৫০ শতাংশ, যা আগে ছিল ৮ শতাংশ।

একইভাবে ৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম মেয়াদী আমানতের নতুন নির্ধারিত সুদ হার ৮ শতাংশ, যা আগে ছিলো ৮ দশমিক ৫০ শতাংশ।

আর এক বছর বা তার বেশি মেয়াদী আমানতে নতুন করে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ হার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ৯ শতাংশ।

সোনালী ও রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংকের মত করে একই হারে সুদ হার নির্ধারণ করেছে।

অন্যদিকে জনতা ব্যাংক ৩ বা তার বেশি কিন্তু ৬ মাসের কম মেয়াদী আমানতের সুদ হারে কোন পরিবর্তন না এনে ৮ শতাংশ বহাল রেখেছে। 

অবশ্য ৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম মেয়াদী আমানতে দশমিক ২৫ শতাংশ সুদ হার কমিয়ে ৮ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে, যা আগে ছিল ৮ দশমিক ৫০ শতাংশ।

এছাড়া এক বছর বা তার বেশি মেয়াদী আমানতে নতুন করে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ হার নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ৯ শতাংশ।

দেশে থাকা ৫৬টি ব্যাংকের বর্তমানে ৯ হাজারের বেশি শাখা রয়েছে। এরমধ্যে এই চারটি ব্যাংকের শাখা তিন হাজারের বেশি।