জিডিপিতে কৃষির অবদান কমছে: অর্থমন্ত্রী

মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে কৃষির অবদান ধীরে ধীরে কমছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 01:05 PM
Updated : 1 March 2015, 01:05 PM

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান অর্থমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় প্রবৃদ্ধিতে (জিডিপি) কৃষির অবদান ধীরে ধীরে কমছে, অপরদিকে শিল্পের অবদান বাড়ছে।

অর্থমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছরে জাতীয় প্রবৃদ্ধিতে (জিডিপি) কৃষির অবদান ১৮ দশমিক ৩৮ থেকে ধারাবাহিকভাবে কমে গত অর্থবছরে ১৬ দশমিক ৩৩ শতাংশে নেমেছে।

অন্যদিকে জিডিপিতে শিল্প খাতের অবদান ২০০৯-১০ অর্থবছরে ২৬ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ২০১৩-১৪ অর্থবছরে ২৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া সেবাখাতের অবদানও ২০০৯-১০ অর্থবছরের ৫৪ দশমিক ৮৩ শতাংশ থেকে কমে ২০১৩-১৪ অর্থবছরে ৫৪ দশমিক ০৫ শতাংশে নেমেছে।

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ২০০৮ থেকে এখন পর্যন্ত শুল্ক বিভাগ দুই হাজার ৩৪৪ কেজি স্বর্ণ আটক করেছে। আটক করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা আছে।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিদেশি সহায়তা জাতীয় আয়ের মাত্র এক শতাংশ। ১৯৮৮ সালে এর হার ছিল সাত শতাংশ।

সংসদ কাজে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেন, ২০১৪ সাল পর্যন্ত থ্রি-জির গ্রাহকসংখ্যা এক কোটি ১১ লাখ ৮৩ হাজার।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১০টি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) কোম্পানির কাছে সরকারের বকেয়ার পরিমাণ ৩১ কোটি ৮৭ লাখ টাকা।

এজন্য প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।