নতুন মুদ্রানীতি বৃহস্পতিবার

জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করা হবে বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:47 PM
Updated : 28 Jan 2015, 03:47 PM

গভনর্র আতিউর রহমান এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নর আতিউর রহমান অন্যান্য বারের মতো এবারও সাবেক মন্ত্রী, অর্থ উপদেষ্টা ও সচিব, সাবেক গভর্নর এবং ব্যাংকার, অর্থনীতিবিদ ও সাংবাদিক-কলামিস্টসহ মুদ্রানীতি সংশ্লিষ্ট সমাজের ব্যক্তিবর্গের মতামত, পরামর্শ এবং তাদের সঙ্গে আলোচনা করে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে দুপুর ২টায় ছয় মাস মেয়াদের এ মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এক অর্থবছরে দুটি মুদ্রানীতি ঘোষণা করা হয়ে থাকে।

চলতি ২০১৪-১৫ অর্থবছরে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল গত বছরের জুলাই মাসের শেষের দিকে।

সরকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্য ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির মাধ্যমে বিভিন্ন নীতি-কৌশল গ্রহণ করে তা বাস্তবায়ন করে থাকে।