দগ্ধদের জন্য বার্ন ইউনিটের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক

বিরোধী জোটের অবরোধ-হরতালের মধ্যে দগ্ধ হওয়ার ঘটনার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 01:53 PM
Updated : 26 Jan 2015, 01:53 PM

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে এ অর্থ দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বার্ন ইনস্টিটিউট স্থাপনে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা চলমান অবরোধ ও হরতালে দেশব্যাপী যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে প্রায় একশো মানুষ দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।

শুক্রবার যাত্রাবাড়ীতে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে একসঙ্গে ২৭ জন দগ্ধ হন। এসব আগুনে পোড়া রোগীর অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।