খেলাপি ঋণ নিয়ে দুশ্চিন্তা নেই: গভর্নর

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়লেও তা দুশ্চিন্তা করার পর্যায়ে যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2014, 06:02 PM
Updated : 25 Dec 2014, 06:08 PM

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ১৫তম জাতীয় পরিসংখ্যান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলে তিনি।

গভর্নর বলেন, বর্তমানে খেলাপি ঋণ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

অর্থনীতির অন্য সূচকগুলোর উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, মাত্র কয়েকটি প্রতিষ্ঠানে বড় ধরনের খেলাপি ঋণের কারণে সার্বিক খেলাপি ঋণের পরিমাণ বেশি মনে হয়।

“কিন্তু কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ (রাকাব) কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাদ দিলে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে দুই শতাংশের মতো।”

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৯০ কোটি ৮৯ লাখ টাকা, যা ব্যাংকিং খাতের বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ।

সম্মেলনের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় এখন পরিশুদ্ধ তথ্য পাওয়া যাচ্ছে। পরিসংখ্যানবিদরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

পরিসংখ্যান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিসংখ্যান সচিব সুরাইয়া বেগম।

উদ্বোধনীর বিভিন্ন সেশনের পর দিনব্যাপী আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও অর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।