বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছেন বিরূপাক্ষ পাল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (চিফ ইকোনোমিস্ট) হিসেবে কাজ শুরু করেছেন বিরূপাক্ষ পাল।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2014, 01:10 PM
Updated : 17 Dec 2014, 01:20 PM

নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এর সহযোগী অধ্যাপক বিরূপাক্ষ কেন্দ্রীয় ব্যাংকে হাসান জামানের স্থলাভিষিক্ত হলেন। হাসান জামান এখন ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে কাজ করছেন।

বিরূপাক্ষ পাল বুধবার প্রধান অর্থনীতিবিদের গুরুত্বপূর্ণ পদে যোগ দেন বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ফিন্যান্সে এমবিএ করেন বিরূপাক্ষ পাল।

এরপর তিনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে ২০০৪ সালে ফলিত অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ডক্টরেট ডিগ্রি নেন।

বিরূপাক্ষ পাল অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে সক্রিয়। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য উদারীকরণ নিয়ে তার লেখা আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে স্থান পেয়েছে।

ব্যাংকিংয়ের পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষকতা ও পরামর্শক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।