পদ্মার অগ্রগতিতে সন্তোষ মুহিতের

পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2014, 05:28 PM
Updated : 10 Dec 2014, 05:28 PM

বুধবার বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক সুবাস চে গার্গের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “সব হৈ চৈয়ের অবসান ঘটিয়ে পদ্মা সেতুর কাজ এখন পুরোদমে এগিয়ে চলেছে। আমরাই করছি আমাদের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পের কাজ।”

চার বছরের মধ্যেই এ সেতুর কাজ শেষ করা হবে বলে জানান তিনি।

কিছুটা বিরক্তি প্রকাশ করে মুহিত বলেন, “আমরা যখন আমাদের এই সেতুর কাজ নিজেরা করব বলে ঘোষণা দিয়েছিলাম, তখন অনেকেই বলেছিলেন, কন্ট্রাক্টর পাওয়া যাবে না, পেমেন্টে সমস্যা হবে…। এখন সব কিছুই হচ্ছে। সব কিছুই দৃশ্যমান…।

“পদ্মা সেতুর কাজ নিয়ে এখন দেশের সব মানুষ খুশি। আমিও হ্যাপি।”

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “না, এই বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে রেইজ হবে (আলোচনায় উঠবে)।”

কবে কোন বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী।

বেতন কমিশনের সুপারিশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়াতে গঠিত জাতীয় চাকরি ও বেতন কমিশন কবে তাদের সুপারিশ দেবে- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “চলতি মাসের মাঝামাঝিতেই দেবে। আমি আমার ছেলের চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর যাব, ফিরব ১৬ ডিসেম্বর। ফিরেই তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদন নেব।”

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে ১৭ সদস্যের এ কমিশন গঠন করা হয় গত বছরের ২৪ নভেম্বর।

বিশ্ব ব্যাংক থেকে আসছে ৫০ কোটি ডলার

অর্থমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের সঙ্গে বাজেট সহায়তার ৫০ কোটি ডলার নিয়ে যে আলোচনা হচ্ছিল, সেটা পাওয়া যাবে।

বুধবারও এটা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সাপোর্ট হিসেবে এই সহায়তা পাওয়া যাবে।”

বিশ্ব ব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলো নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

হেয়ার রোডে অর্থমন্ত্রীর বাসায় এ বৈঠক হয়।