বন্ধ হয়ে গেল ১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড

১০ এবং ৫০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড এখন থেকে আর চালু থাকবে না বলে জানিয়ে দিয়েছে সরকার।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2014, 02:20 PM
Updated : 11 Nov 2014, 02:20 PM

যাদের কাছে এখনও এই দুই ধরনের প্রাইজবন্ড আছে, তাদেরকে তা ৩১ জানুয়ারির মধ্যে নগদায়ন অথবা বদল করে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় এবং সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে।

বেশ কয়েক বছর ধরে ১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড বিক্রি বন্ধ রেখেছিল সরকার। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তা চূড়ান্তভাবে বন্ধ করা হল।

৩১ জানুয়ারির মধ্যে যারা এই দুই ধরনের প্রাইজবন্ড নগদায়ন কিংবা বদলে নেবেন না, পরে তাদের আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।