কর প্রশাসনে বড় রদবদল

রাজস্ব আদায়ে গতি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 03:21 PM
Updated : 27 Oct 2014, 03:21 PM

সম্প্রতি এক আদেশে আয়কর বিভাগের দুই কর্মকর্তাকে সদস্যপদে উন্নীত করাসহ পাঁচ সদস্যের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

এরপর সোমবার এক আদেশে তিন জন অতিরিক্ত কমিশনারকে কমিশনার হিসেবে পদোন্নতি দেওয়াসহ কমিশনার পদমর্যাদার ৩০ জন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন হয়েছে।

আয়করের অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশনের সদস্য মো. লোকমান চৌধুরীকে কর জরিপ ও পরিদর্শনের সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চৌধুরী আমির হোসেনকে ইন্টারন্যাশনাল ট্যাক্সেস, পারভেজ ইকবালকে আয়কর নীতি, মীর মুস্তাক আলীকে তথ্য ব্যবস্থাপনা ও সেবা এবং মো. আব্দুর রাজ্জাককে অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রমেশ চন্দ্র বসাককে কর অঞ্চল-২ এর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সনজিত কুমার বিশ্বাসকে কর আপিল ট্রাইব্যুনালের সদস্য, সৈয়দ মাহবুবুর রহমানকে কর আপিল ট্রাইব্যুনালের সদস্য, কানন কুমার রায়কে কর অঞ্চল-৭ এর কমিশনার, রাধেশ্যাম রায়কে খুলনা কর অঞ্চলের কমিশনার, আলমগীর হোসেনকে কর আপিল ট্রাইব্যুনালের সদস্য, মোহাম্মদ গোলাম নবীকে কর আপিল ট্রাইব্যুনালের সদস্য, বেলাল উদ্দিনকে সিআইসি’র মহাপরিচালক, সোয়ায়েব আহমেদকে চট্টগ্রাম কর আপিলের কমিশনার, মাধব চন্দ্র দাসকে কর আপিল ট্রাইব্যুনালের (চট্টগ্রাম বেঞ্চ) সদস্য, আব্দুল বাতেনকে কর আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চিন্ময় প্রসুন বিশ্বাসকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চরের কমিশনার,  নূরুল আলমকে এলটিইউর কমিশনার, বেগম রওশন আরা আক্তারকে কর আপিল অঞ্চল-১ এর কমিশনার, কাজী ইমদাদুল হককে কর আপিল অঞ্চল-২ এর কমিশনার, দবির উদ্দিনকে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার, এ কে বোরহান উদ্দিনকে বরিশাল কর অঞ্চলের কমিশনার, অপূর্ব কান্তি দাসকে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার, মাহবুব হোসেনকে গাজীপুর কর অঞ্চলের কমিশনার করা হয়েছে।

প্রশান্ত কুমার রায়কে খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার, সেলিম আফজালকে কর অঞ্চল-১৩ এর কমিশনার,  নজরুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কমিশনার, বেগম শাহীন আক্তারকে কর অঞ্চল-৯ এর কমিশনার, গোলাম মোস্তফাকে কর অঞ্চল-১২ কমিশনার, প্রদ্যুৎ কুমার সরকারকে চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার, আহমুদুর রহমানকে সিলেট কর অঞ্চলের কমিশনার, মোতাহের হোসেনকে কুমিল্লা কর অঞ্চলের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।