শিল্প প্লটে কাজ শুরু করতে বিসিককে তাগিদ

বরাদ্দ পাওয়া চার হাজারেরও বেশি প্লটে শিল্প ইউনিট গড়ে তুলতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাকে (বিসিক) তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 12:33 PM
Updated : 16 Oct 2014, 12:33 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

সংসদীয় কমিটির কার্যপত্রে দেখা যায়, প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৭৪টি শিল্পনগরীর কাজ বাস্তবায়ন হয়েছে।

এসব শিল্পনগরীতে প্লট সংখ্যা ১০ হাজার ৩৩৮টি, যার মধ্যে বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৭৭৯টি।

বরাদ্দ করা প্লটে শিল্প ইউনিট গড়ে উঠেছে ৫ হাজার ৬৭৮টি। এর মধ্যে উৎপাদনে আছে ৪ হাজার ১০৪টি।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি শওকত আলী বিসিকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরাদ্দ করা প্লটগুলোতে যাতে দ্রুত শিল্প ইউনিট শুরু করা যায় সে ব্যাপারে আমরা সংস্থাটিকে ব্যবস্থা নিতে বলেছি।”

বরাদ্দ করা প্লটে শিল্প ইউনিট গড়ে উঠতে দেরির কারণ জানতে চাইলে তিনি বলেন, শিল্প কারখানা তৈরি করতে একটু সময় লাগে। এজন্যই দেরি হচ্ছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বিসিক শিল্প নগরীতে নতুন শিল্প প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

এছাড়া বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে হাজারীবাগের ট্যানারিগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্থানান্তরের সুপারিশও করা হয়।

শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস, মো. হাবিবর রহমান, আব্দুর রউফ এবং নাভানা আক্তার। শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।