পে কমিশন আগামী জুলাই থেকে কার্যকর হবে: মুহিত

আগামী অর্থবছরের শুরু থেকেই পে কমিশনের সুপারিশ কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 08:48 AM
Updated : 23 Sept 2014, 10:18 AM

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি।

ফাইল ছবি

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আগামী ডিসেম্বরে পে-কমিশনের রিপোর্ট পাবো। এ রিপোর্টের সুপারিশ যদি সহজে বাস্তবায়নযোগ্য হয় তাহলে কার্যকর করতে বেশি সময় লাগবে না। আর যদি রিপোর্ট সংস্কার করতে হয় তাহলে কিছুটা সময় লাগবে।

“তবে যখনই আমরা এটা বাস্তবায়ন করি তা ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর হবে।”

জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার।

রডরিগো কিউবেরোর নেতৃত্বে আইএমএফের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড় করার আগে তাদের দেয়া শর্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নে বাংলাদেশ সফর করছে।  মঙ্গলবার সকালে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এই প্রতিনিধি দল।

পরে অর্থমন্ত্রী বলেন, ইসিএফের এ প্রকল্পের সরকার আর বাড়াবে না। আগামী অর্থবছরের বাজেটে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার সহায়তা দেবে।