রিটার্ন দাখিলে আরও সময় চায় এফবিসিসিআই

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা অক্টোবর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 02:05 PM
Updated : 22 Sept 2014, 02:05 PM
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন এ আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে লিখিত সুপারিশ করেছে।

সময় বাড়ানো না হলে চলতি বছরের আয়কর রিটার্ণ দাখিলের সময় আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। যদিও প্রতিবছরই রাজস্ব বোর্ড এ সময় বাড়িয়ে থাকে।

এফবিসিসিআই বলেছে, “আসন্ন ঈদ-উল আজহা এবং দুর্গা পূজার কারণে ব্যবসায়ী করদাতাসহ সব শ্রেণির আয়কর দাতাদের পক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর পরিশোধ করা সম্ভব হবে না। এ পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে।”