ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ই-টেন্ডারিং চালুর নির্দেশ

আগামী বছরের মধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুলোতে ই-টেন্ডারিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 03:44 PM
Updated : 18 Sept 2014, 03:44 PM

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, “ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রয় বা ঠিকাদারি কার্যক্রমে কাগজের ব্যবহার কমানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও দ্রুততা আনয়নের লক্ষ্যে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে ই-টেন্ডারিং ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং সব ধরনের ক্রয় সংক্রান্ত কার্যক্রম এর আওতায় সম্পাদন করতে হবে।”

তাছাড়া ই-টেন্ডারিং ব্যবস্থা ওয়েবভিত্তিক হতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে সংযুক্ত করতে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা পরিবেশবান্ধব নীতিমালার আওতায় অভ্যন্তরীণ পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তার মধ্যে কাগজের ব্যবহার কমানো অন্যতম বলে সার্কুলারে বলা হয়েছে।