আয়কর মেলা: চট্টগ্রামে জমা পড়েছে সাড়ে ১৪ লাখ টাকা

চট্টগ্রামে আয়কর মেলার প্রথম দিনে ৫৯৮ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 02:51 PM
Updated : 16 Sept 2014, 03:12 PM

এদিন মোট ১৪ লাখ ৬৯ হাজার ৪৫৩ টাকা আয়কর জমা পড়েছে বলে মেলার তথ্যকেন্দ্র থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে আয়কর মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চট্টগ্রামে আয়কর বিভাগের নিজস্ব ভবনের কাজ এ বছরই শুরু হবে।

বিদেশি ঋণের টাকা ও সুদ জনগণের করের টাকায় শোধ করতে হয় উল্লেখ করে সবাইকে স্বপ্রণোদিত হয়ে সময়মত আয়কর পরিশোধের আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম আয়কর মেলা কমিটির চেয়ারম্যান ও কর অঞ্চল-১ এর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য রমেন্দ্র চন্দ্র বসাক, হায়দার খান, কর অঞ্চল-২ এর কমিশনার অপূর্ব কান্তি দাশ, কর অঞ্চল-৩ এর কমিশনার নজরুল ইসলাম বক্তব্য দেন।

মেলায় প্রতিটি কর অঞ্চল/সার্কেলের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া কর পরিশোধের সুবিধায় মেলায় সোনালী ও জনতা ব্যাংকেরও দুটি বুথ রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলা শেষ হবে ২২ সেপ্টেম্বর।