পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি

সাবেক পল্লী ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদার নবগঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের প্রথম চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2014, 04:15 PM
Updated : 11 Sept 2014, 04:15 PM

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের কথা জানানো হয়।

মিহির কান্তিকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ২ জুলাই জাতীয় সংসদে পল্লী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ নামে বিশেষায়িত এই ব্যাংক প্রতিষ্ঠার বিল পাস হয়।

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব পাস করা হয়েছে।

এই বিশেষায়িত ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধন হবে ২০০ কোটি টাকা।

পরিশোধিত মূলধনের ৫১ শতাংশ দেবে সরকার। বাকি ৪৯ শতাংশ দেবে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীনে গঠিত সমিতি।

ব্যাংকের পরিচালনা বোর্ডে ১৬ জন পরিচালক থাকবেন।