সুসম্পর্ক না রেখে ভারতের উপায় নেই: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভারত তার স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2014, 10:47 AM
Updated : 20 August 2014, 10:47 AM

বুধবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট বিন্দু এন লোহানীর সঙ্গে বৈঠকের পর তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।

এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুহিত।

এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “ভারতের পক্ষে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বা সুসম্পর্ক না রেখে চলা সম্ভব না। কারণ ভারত-বাংলাদেশের বিশাল সীমান্ত রয়েছে, রয়েছে মানুষের আনাগোনা।

“স্থল যোগাযোগটা এই দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় ভারত থেকে, অর্থাৎ বিশাল বাণিজ্যও রয়েছে।”

ফাইল ছবি

এছাড়া বৈশ্বিক অর্থনীতিতেও বাংলাদেশের গুরুত্ব বাড়ছে দাবি করে মুহিত বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে তাই ভালো যোগাযোগ থাকাটাই স্বাভাবিক।

বর্তমান সরকার ভারতের মদদে ক্ষমতায় আছে বলে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,“কেউ কারোর সহযোগিতায় ক্ষমতায় থাকে না বা থাকা যায় না, জনগণের সমর্থন লাগে।

“আওয়ামী লীগ দেশীয় শক্তিতেই ক্ষমতায় আছে। আপনি যদি শক্তিশালী হন তখন বিদেশি শক্তি আপনার পাশে থাকবে। আপনি শক্তিশালী না হলে বিদেশিরাও থাকবে না।”

“পরনির্ভরশীলতা বিএনপির চরিত্র,” এই প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।