রেলের উন্নয়নে ৮০০ কোটি টাকা দেবে এডিবি

বাংলাদেশের রেল খাতের উন্নয়নে প্রায় আটশ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2014, 01:05 PM
Updated : 6 August 2014, 01:05 PM

‘রেলওয়ে সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট-৩’ এর আওতায় ১০০ মিলিয়ন ডলারের এই ঋণ সহায়তা দেবে ম্যানিলাভিত্তিক সংস্থাটি।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

সরকারের পক্ষ ইআরডি সচিব মেসবাহ উদ্দিন এবং এডিবির পক্ষে সংস্থাটির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি চুক্তিতে স্বাক্ষর করেন।।

প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের প্রধান লাইন নেটওয়ার্কের রেল পরিবহনের ক্ষমতা বৃদ্ধি এবং ৫০টি ব্রডগেজ ও ১০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা হবে।

এডিবির এই ঋণের সুদের হার হবে লাইবর রেটে (লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট)। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
 
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৩ সাল শেষে বাংলাদেশে এডিবির ঋণ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ২১ বিলিয়ন ডলার।