৬৮০০ রিয়াল নিতে পারবেন হজযাত্রীরা

বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রীরা সৌদি আরবে বাড়িভাড়া, খাবার ও অন্যান্য খরচ মেটাতে ৬ হাজার ৮০০ সৌদি রিয়াল নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2014, 04:03 PM
Updated : 3 August 2014, 04:05 PM

প্রতি সৌদি রিয়াল ২১ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

গত বছর প্রত্যেক হজযাত্রীকে ৬ হাজার ৫০০ সৌদি রিয়াল সঙ্গে নেয়ার অনুমতি দেয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক বোরবার এক সার্কুলারে বিদেশি মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারকে এবারের মুদ্রাসীমা জানিয়ে দেয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার জারি করা এক আদেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সার্কুলার জারি করে।

হজ শাখার আদেশে বলা হয়, চলতি ২০১৪ সাল বা ১৪৩৫ হিজরি সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী প্রত্যেকের বাড়ি ভাড়া, খাবার ও অন্যান্য ব্যয় বাবদ ৬ হাজার ৮০০ সৌদি রিয়াল অথবা সমমানের বাংলাদেশি টাকা সৌদি আরবে স্থানান্তরের অনুমতি দিয়েছে সরকার।