সিবিএর অনুমোদন পেলেন বেসিক ব্যাংকের কর্মচারীরা

সম্মিলিত দরকষাকষির সংগঠন সিবিএ করার অনুমতি পেয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 03:56 PM
Updated : 23 July 2014, 03:56 PM

রোববার শ্রম মন্ত্রণালয় থেকে বেসিক ব্যাংক কর্মচারী ইউনিয়নের নিবন্ধন দেয়া হয়েছে।

নিবন্ধিত এই সিবিএর ১০ সদস্যের কমিটিরও অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়, যার সভাপতি ব্যাংকের বার্তা বাহক বাকের হোসেন এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম খান।

এই দুজনই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। গত জানুয়ারিতে ওই দুজনসহ মোট ছয়জনকে সাময়িকভাবে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।

সিবিএ গঠন বিষয়ে বাকের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিবিএর অনুমোদন পেয়েছি। এরপর মঙ্গলবার চেয়ারম্যান ও এমডির সাথে দেখা করে আমাদের বরখাস্ত আদেশ প্রত্যাহারের আবেদন করেছি।

“আজ (বুধবার) আমরা প্রধান কার্যালয়ে সিবিএর অফিসের জন্য আবেদন করবো।”

বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সিবিএ করে থাকেন।

বেসিক ব্যাংকে বর্তমানে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে প্রায় ৭০০ জন কাজ করছেন। এদের মধ্যে প্রধান কার্যালয়ে আছেন প্রায় দেড়শ’ জন।