এক বছরে ৫১৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

বিনিময় হার স্থিতিশীল রাখতে গত অর্থবছরে বাজার থেকে ৫১৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2014, 12:00 PM
Updated : 22 July 2014, 12:06 PM

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সোমবার ব্যাংকার্স সভায় লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

এর আগে ২০১২-১৩ অর্থবছরে বাজার থেকে ৪৭৯ কোটি ডলার কিনে নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

টাকা ও ডলারের বিনিময় হার ‘স্থিতিশীল’ রাখতেই বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে বলে উল্লেখ করেন গভর্নর।

তিনি বলেন, গত অর্থবছরে যে পরিমাণ রপ্তানি আয় ও রেমিটেন্স এসেছে, সেই অনুপাতে আমদানি ব্যয় হয়নি। ফলে দেশে ডলারের মজুদ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-মে সময়ে তিন হাজার ৩১৮ কোটি ৫০ লাখ (৩৩ দশমিক ১৮ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১০ শতাংশ বেশি।

অন্যদিকে ইপিবির তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০১৩-১৪ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ১৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৬৫ শতাংশ বেশি।

আর প্রবাসীরা ২০১৩-১৪ অর্থবছরে মোট এক হাজার ৪২২ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

বাজারে ডলারের সরবরাহ বেড়ে গিয়ে টাকার মান শক্তিশালী হতে থাকায় বাংলাদেশ ব্যাংক রপ্তানি ও প্রবাসী আয়ের স্বার্থে বাজার থেকে ডলার কিনে দাম ধরে রাখে।

২০১৩-১৪ অর্থবছর শেষে প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬৩ টাকা। আগের অর্থবছর শেষে এই পরিমাণ ৭৭ দশমিক ৭৬ টাকা ছিল।